কবিতায় সৌমিত বসু

শুশ্রূষা
একটি অন্ধকার যে দ্রুততায় নেমে আসছে মাটির ওপর
আমি তার চেয়ে অনেক কম দ্রুততায়
ঝাঁপ দিয়েছিলাম তোমার আলোয়।
শুধু যে যে অংশ পুড়ে গিয়েছিলো
আমি সেগুলো ব্যাগে পুরে
তোমাদের পুকুরে ফেলে নিশ্চিন্তে
হাত ধুয়ে এসেছি।
পাশের ধানক্ষেতের গোড়ায়
জমে থাকা জলে
চাঁদের আলোয় স্পষ্ট দেখি
পড়ে আছে তার অস্পষ্ট ধ্বংসাবশেষ
এই অবেলায় সেটুকু বুকপকেটে পুরে বাড়ি ফিরছি একলা,নিঃশব্দে।
তুমি একবার হেঁটে এসে দেখো
কানের দুপাশে কোনো দাগ আছে কিনা, বুকের বাঁদিকে কোনো ক্ষতচিহ্ন আঁকা আছে কি না।কোনো ক্ষয়।
একটি জীবন যে দ্রুততায়
নেমে আসছে মাটির ওপর
তুমি একবার হাত পেতে সামনে দাঁড়াও।