ক্যাফে কাব্যে শুভঙ্কর বিশ্বাস

অনুভূতিগুচ্ছ
তুমি বিশ্বাস করে দেখো ,
বেঁচে থাকার চেয়ে ভালো আর কিচ্ছু নেই,
যেমন করে বেঁচে থাকে বৃষ্টির গন্ধ রেশ ভিজে মাটির ওপর,
যেমন করে বেঁচে থাকে ঘরে ফেরা পাখির ডাক দিগন্ত রেখায়,
যেমন করে বেঁচে থাকে শুকনো পাতার ভিতর সবুজ সবুজ স্বপ্নেরা
তুমি বিশ্বাস করে দেখো,
বেঁচে থাকার চেয়ে ভালো আর সত্যিই কিছু নেই,
শহরের সবচেয়ে উঁচু বাড়িটার ছাদের ওপর থেকে যখন তুমি দেখতে পাও অনেক গুলো টুকরো টুকরো আলো
ক্রমশ চলমান হয় ব্যস্ত রাস্তার বুকের ওপর,
তখন তুমি হয়তো জানতেও পারো না তোমার বোবা শহরের প্রতিটি রাস্তারা বেঁচে থাকতে ভালোবাসে,
তাদের লক্ষ বার জন্ম হয়… আবার তারা লক্ষ বার মরেও যায়
হয়তো কোনো প্রেমিকার অবাধ্য সংলাপ সাক্ষী রেখে,
কিংবা কোনো ডানপিটে প্রেমিকের উষ্ণ চুম্বনে…।।