T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সুদীপ্ত বিশ্বাস

আমার দুর্গা
সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা
মাটির পুতুল দুর্গা তোমার,আমার দুর্গা না।
আমার দুর্গা সঙ সাজে না প্যান্ডেলে প্যান্ডেলে
রক্তে মাংসে দুর্গা আমার ট্রামে-বাসে-রেলে।
আমার দুর্গা চারদিন নয়, সারা বছর খাটে
কুটনো কাটে, বাসন মাজে, বাজার করে হাটে।
আমার দুর্গা গৃহবধূ, মানুষ করে ছেলে
আমার দুর্গা বিমানবালা, উড়ছে পাখা মেলে।
আমার দুর্গা রেপ হয়েছে,কাঁদছে বিচার চেয়ে
গোটা সমাজ উল্টে তাকেই বলছে নষ্টা মেয়ে।
আমার দুর্গা শরীর দিয়ে সমাজটা ঠিক রাখে
তবুও দেখ সবাই তাদের বেশ্যা বলে ডাকে!
আমার দুর্গা মজুর-কুলি আমার দুর্গা মাঠে
আমার দুর্গা পেটের জ্বালায় ভিন দেশেতে খাটে।
আমার দুর্গা ফেরার পথে পায়নি বাস বা ট্রেন
হঠাৎ তাকে ডাক দিয়েছে মৃত্যুর সাইরেন।
আমার দুর্গা কাজ হারিয়ে পায়নি কিছু খেতে
চাইছে খাবার দুর্গা আমার রাস্তায় হাত পেতে।
সব মেয়েতেই দুর্গা দেখি, সব মেয়েরাই মা
মাটির পুতুল দুর্গা তোমার,আমার দুর্গা না।
খড়কুটো
– সুদীপ্ত বিশ্বাস
তোমাকে বুঝবার বুদ্ধি বিধাতা দেননি কাউকে!
কখনও তুমি লাস্যময়ী উর্বশী,
কখনও তুমি মহিষমর্দিনী দুর্গা,
কখনও বা কাল্যানরূপী লক্ষ্মী।
যখন তুমি দখিন বাতাস হয়ে পাশে আসো-
তোমার মিষ্টি স্পর্শে প্রাণ জুড়িয়ে যায়।
যখন তুমি ডানায় ডানায় পাশাপাশি উড়ে চল-
পথশ্রমের কোনও ক্লান্তিই থাকে না।
যখন তুমি হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাও-
আমি আকাশ ভরা তারার মাঝে আমার তারা খুঁজি!
যখন তুমি নিজেকে উন্মোচিত কর-
তোমার অপার তরঙ্গ
আর অসীম গভীরতায় ভাসতে ভাসতে
আমার মনে হয়,
প্রশান্ত মহাসাগরের বুকে আমি খড়কুটো।