গল্পেরা জোনাকি তে সুব্রত ভট্টাচার্য্য

নিরাশার আক্ষেপ
প্লাটফর্মে ট্রেনের অপেক্ষায় বসে আছি। লক্ষ্য করলাম, একটা ডাস্টবিনের মুখ থেকে দু-একটা খাবারের প্যাকেট উঁকি মারছে। তীব্র ঘ্রাণশক্তিবাহক একটা ক্ষুদার্ত কুকুর ঐ লোভনীয় ডাস্টবিনটায় দৃষ্টিগোচর হতেই ছুটে এলো। চেষ্টা করা সত্ত্বেও, প্যাকেটগুলোকে ছুঁতে পারলোনা। অগত্যা, ডাস্টবিনটার রক্ষার্থে বসে রইল। সিকিউরিটি গার্ডের মতো চারিদিকে এক-দুবার দেখে নিচ্ছিল পাছে কোনো প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে না হয়! ঐ লোভনীয় প্যাকেটগুলোর প্রতি বারংবার দৃষ্টি যাচ্ছিল আর খাওয়ার জন্য ফন্দি আঁটছিল। হঠাৎ, দাঁড়ালো এবং সামনের পা দিয়ে ডাস্টবিনটাকে শুইয়ে দিয়ে চারিদিকে নিরাপত্তাটা দেখে নিয়ে প্যাকেটগুলোর মধ্যে তন্নতন্ন ভাবে খাবার খুঁজলো। জিভ দিয়ে ঠোঁটের দুপাশে দুবার অর্ধবৃত্তাকারে চেটে নিল কিন্তু লোভের কোনো উপশম হলো না। অবশেষে, ক্লান্তিজনিত মুখব্যাদানের পর ডাস্টবিনটার চারিদিকটা ঘুরে ঐ প্যাকেটগুলোর উপর পিছনের ডান ঠ্যাংটাকে তুলে প্রস্রাব ক’রে নিরাশার কোলে মাথা রেখে অনতিদূরে একটা গাছের শীতল ছায়ায় শুয়ে পড়লো। ততক্ষণে দেখি, আমার ট্রেন ও প্লাটফর্মে এন্ট্রি দিচ্ছে।