ক্যাফে কাব্যে সিদ্ধার্থ বসু

প্লেটো এবং অ্যারিস্টট্ল

প্লেটো কহিল চিত্তকথা শ্রবণ কর,
ইহাই কইবে;
কেমনে হইবে শাষণবাহার!
ইহাতেই অটল অ্যারিস্টট্ল,
জুড়াইলেন এক অদ্ভুত আচার;
মানুষও সামাজিক জন্তুজানোয়ার,
আছে তাহার কণ্ঠ,
তাই রাজনৈতিক মহলে সবার যোগ অনন্ত!
গুরুশিষ্য কখনো ঘনাম্বর কখনো তৈলনীরপি,
তবু সদা বাণী অমর মোর মনোলিপি!
গুরু ছিলেন ক্রুদ্ধ কবিগণের কর্মে,
কহিলেন সবাই ময়না!
অনুকরণ শুধু আর কিছুইনা!
শিষ্য সেথায় বাঁধিয়া সুর,
পোয়েটিক্স গ্রন্থেষু;
কহিলেন কবি রচিবে কেবল পটভূমি,
শ্লোক বাঁধিবেন শুধু “প্রধান” যুক্তিমান বুদ্ধিমান !

ফাঁকে টইটুম্বুর গ্রিকচূড়ামনি,
শ্রোতা অতি সুযোগসন্ধানী,
লিখিলা তুমি রাজ্যসাম্য দেহসাম্য সচ্চিদানন্দ;
সিদ্ধ মোরা শৈরাচারী মহামন্ত্র!

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।