মেদুরতার মত একটা জাম গাছ
ছায়া দেয়
তাতেই সমস্ত পথে কেমন
মন কেমনের রং
পথের ভিতর থেকে নড়ে ওঠে
কোন কোন নুড়ি
পাতার ছায়ারা হেসে ওঠে
নিজের সঙ্গে
আমাদের সেটাই প্রজাপতি বলে
ভ্রম হয়
নয়া মৌসম
না ভালো লাগা রবিবারের বিকেল পাঁচটায় রাস্তায় নেমে আসে ঘুম
“”জিন্দেগি না মিলেগি দুবারা “”
মনখারাপ নামের অসুখ এর মধ্যে ঢুকে যাচ্ছে
স্কুবা ড্রাইভিং ۔۔۔বাহারি কোরাল ۔۔۔
আরহান আক্তারের নীল সায়রী ۔۔ গলে যাচ্ছে
একটু একটু আমার আমি ۔
“হরপল এক নয়া মৌসম হ্যায়”
আবার নাম না জানা কোনো এক বিকেল
অজানা রাস্তা দিয়ে ۔۔۔সবাই মিলে
লাল নীল ছাতা ۔۔প্রত্যেকের কাছে থাকবে
নিজস্ব রোদ আর বৃষ্টি শেষের রামধনু