মার্গে অনন্য সম্মান সুদীপ বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)
by
·
Published
· Updated
অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
পাক্ষিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ৩৩
বিষয় – বাঙালির ভ্যালেনটাইনস
ফেব্রুয়ারি প্রেমের ব্রতকথা
লাল গোলাপ দিয়া দেখ, প্রেম হইল শুরু
হৃদয় হইলো বিনিময়, পিরিতি মহাগুরু
ছেলেটি লাজুক বড়ো, কন্যা ছটফটে
প্রেমেরো পোস্টার তাই কন্যে দিলো সেটে
ভালোবাসা মহাসুখ নাকি বড়ো আঠা
মাখামাখি দুটি মুখ চকোলেটে মিঠা
দিনে দিনে বাড়িতেছে প্রেম উপাচার
কবি কহে উপহার দিও টেডি বিয়ার
তাহারো পশ্চাতে আসে পালা প্রতিশ্রুতির
দোহে মিলে গড়ি তোলে প্রেমের মন্দির
রঙীন ফানুশে ভাসে ওড়ে মনে মনে
স্বর্গ ছোঁয়া লাভ করে প্রতি চুম্বনে।
ওষ্ঠ পান করি তারা নিষিদ্ধ দহনে
দুটি দেহ একাকার মত্ত আলিঙ্গনে
উৎসবে জমিলো প্রেম পাইলো পূর্নতা
চতুর্দশে কবি লেখে অমর প্রেমকথা
বহুদিন পরে আবার প্রেমিকার এক চড়ে
পুরানো সে প্রেম ভাঙি ঝনঝন করি পড়ে
সে কাহিনি ভিন্ন এক সকরুণ কাব্য গাথা
অন্য কোনো দিনে শুনো সেই মহা রুপকথা॥