এ মহামারি শেষে যদি দেখা হয়,
আমরা বসবো কোনো গোলটেবিল বৈঠকে
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে রুমফ্রেশনার ছড়িয়ে,
তখন, দায়ভার ভাগ করে নেওয়ার
একটা এজেন্ডা পয়েন্ট রাখার দাবী জানিয়ে রাখলাম
ভেসে যাওয়া মৃতদের
ছিলো কি না কোনো অতৃপ্ত বাসনা
অথবা তাদের রক্তে কী পাওয়া গেছিলো?
গোমূত্র না রেমডিসিভির
সে নিয়ে একটা সিট গঠন করা যেতে পারে
স্বজনহীন শ্মশানে জ্বলা হাহাকার চিতার
আর্তনাদ গুলো কিন্তু রেকর্ড করে রেখো
চুলচেরা বিশ্লেষণ করা যেতে পারে
তাতে মিশে আছে কিনা
কোনো জননেতার দলবদলের ফোন রেকর্ড
সেসব নিয়ে পরের ইলেকশনে
হলুদ গণতন্ত্র চ্যানেলে আয়োজন হবে হয়তো
একটা 9 টার প্রাইম টাইম
অদলবদল হবে হালচাল হবে
কালোবাজারি ওষুধ ভ্যাক্সিন থালা ঘটি ঘন্টা
সব পেরিয়ে হয়তো ঘোষণা হবে
আমরা আত্মনির্ভর
তবে মনে রেখো,
ফেরা পথে যদি দেখো, ফাঁকা উঠোন
অথবা শুকনো মানিপ্ল্যান্ট কাঁদছে একলা বারান্দায়
নিঃশব্দে বইছে,অভিমানী হাওয়া তোমার চারপাশে
তবে নোট করতে ভুলোনা
কোনো মৃত্যুই স্বাভাবিক না।