পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৫
বিষয় – নারী নির্যাতন
তারিখ: ১০/১০/২০২০
নারী নির্যাতন
“পিতা স্বর্গ, পিতা ধর্ম “প্রতি দিন বলি,
সেই পুরুষ নেশায় করে রক্তে স্নান হোলি।
চিরকাল নারী ধর্ষণে হত নির্যাতন,
কি নাম দেবো বলো তাঁদের ধর্ষিতা যে জন।
মা,ঠাকুর মা গল্প করতো যখন বয়স নয়
শ্বশুর বাড়ি যেতে হতো ভাবলে লাগে ভয়।
বছর বারো হলেই দিত স্বামীর ঘরে পা,
নরম অবুঝ শরীরখানা তেরোয় হত মা।
বাইশ বছর বয়স হলেই মেয়ে করতো পার,
জামাই সেতো অনেক বড়ো দ্বিগুন বয়স তার।
স্বামীর জন্য গর্ভ ধারণ হয়তো শতেক বার।
নারীর উপর অত্যাচারের জনম অধিকার।
কন্যা সন্তান চাইনা বলে নষ্ট করছে ভ্রুণ
পিশাচ পুরুষ নির্যাতনের ছবি হয় করুণ।
নির্যাতনে আজও নারী হচ্ছে বারং বার,
নির্ভয়া, টুইঙ্কেল, সোফিয়া হিসাব নেই তার।