মার্গে অনন্য সম্মান শুক্লা বিশ্বাস (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

পাক্ষিক প্রতিযোগিতা পর্ব – ১৫
বিষয় – নারী নির্যাতন
তারিখ: ১০/১০/২০২০

নারী নির্যাতন

“পিতা স্বর্গ, পিতা ধর্ম “প্রতি দিন বলি,
সেই পুরুষ নেশায় করে রক্তে স্নান হোলি।
চিরকাল নারী ধর্ষণে হত নির্যাতন,
কি নাম দেবো বলো তাঁদের ধর্ষিতা যে জন।
মা,ঠাকুর মা গল্প করতো যখন বয়স নয়
শ্বশুর বাড়ি যেতে হতো ভাবলে লাগে ভয়।
বছর বারো হলেই দিত স্বামীর ঘরে পা,
নরম অবুঝ শরীরখানা তেরোয় হত মা।
বাইশ বছর বয়স হলেই মেয়ে করতো পার,
জামাই সেতো অনেক বড়ো দ্বিগুন বয়স তার।
স্বামীর জন্য গর্ভ ধারণ হয়তো শতেক বার।
নারীর উপর অত্যাচারের জনম অধিকার।
কন্যা সন্তান চাইনা বলে নষ্ট করছে ভ্রুণ
পিশাচ পুরুষ নির্যাতনের ছবি হয় করুণ।
নির্যাতনে আজও নারী হচ্ছে বারং বার,
নির্ভয়া, টুইঙ্কেল, সোফিয়া হিসাব নেই তার।
ছিন্নভিন্ন নারীর যোনির রক্তে করছে স্নান,
নারী লোভী নর-খাদক রাখে নাতো মান।
ধর্ষণ, নিধন, দহন, ভক্ষণ মানে নাতো জাত,
নারীদেহ চাই পাগল হয়ে কাটলে নিশুত রাত।
উচ্চ বর্ণ, ধনীর সন্তান বিচার তাদের সাথ
প্রিয়াঙ্কা আর মনীষা রা মরছে এ ওর হাত।
সর্বকালে নারী শোষন একটু রকম ফের
নির্যাতনে ধ্বংস করছে অত্যাচারের জের।
আদম ইভ থামকে যাবে সৃষ্টি লুপ্ত হোক
করাল ছায়ায় নারী নিধন নয়যে ভিন্ন শোক।
জাগো নারী করাল মূর্তি টেনে ধরো হাল,
অসুর নাশী চামুন্ডা রূপ নব যুদ্ধে পাল।।
পুরুষ সমাজ আদালতে দেয়না সঠিক মান
নারী শরীর খেলার জগৎ দিচ্ছে যে প্রমাণ।
বিচার চেয়ে আদালতে হাজির যদি হয়
কটুক্তি আর অশ্লীলে সব মিথ্যা প্রমাণ রয়।
যুগে যুগে অবলা নারীর জীবন বিষময়
প্রান্তে এসে সকল হিসাব অশ্রু সিক্ত হয়।
ঘরে বাইরে যাতনাময় অকাল বোধন তার,
নির্যাতনে নারীর জীবন মরছে হাজার বার।
সকল রকম উন্নয়নের নারী মূখ্য হয়
তবু তারা পাচ্ছে আঘাত জীবন মরুময়
নিজ ভাগ্য জয়ের নেশা যেদিন করবে জয়
সেদিন তাদের সৃষ্টির কাছে সঠিক পরিচয়।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।