কবিতায় সুখেন্দু ভট্টাচার্য

ওম
ক’জন কবিতা লেখে
অনেকেই লিখতে পারে
লিখছে না এই যা
লিখতে গেলে পুড়তে হয়।
শব্দব্রহ্ম,
কবিরা ‘নিয়ত’ করে
আমাকে পোড়াও
প্রেমে অপ্রেমে দগ্ধ করো
এত গভীর বেদনা তবু,
এই তরঙ্গ ধনি, এই জেগে থাকা
ছেড়ে যেয়ো না।
যাপনের জাগরিত হোক
আদি অকৃত্রিম ধ্বনি
স্পন্দিত হোক। স্পন্দিত হোক
উত্তেজনায় এই জাগিয়ে রাখা
আনন্দ বিষাদে কলমের
এই জেগে থাকা।