কবিতায় ড. শমিতা ভট্টাচার্য

পথ নির্মাণ
কবিতা নির্মাণ করে চলেছিল
দিগন্ত পথের সুর
কলমের আঘাতে পথের সন্ধান
যাত্রার আলপনা…
এগিয়ে যত যেতে লাগলো
শান্ত নদী উত্তাল হলো,
পাহাড়ের গায়ে ঝড় উঠলো,
থামিয়ে দেবার স্বর উঠলো,
তবু থামলো না কবিতা!
চরৈবেতি চরৈবেতি…
কিন্তু একটা সময় থামতে হলো
পথ নির্মাণের পথ নেই
সামনেই বাজার!!
দর কষাকষি, দালালের দল,
মুখোশের একের পর এক দোকান
পানশালা, সুন্দরী, গয়নার হাট
কি নেই বাজারখানায়
পরম সমাদরে কবিতা ডাক পেলো
মস্ত দোকানের ওলি গলিতে
দালালেরা দাম হাঁকলো কবিতার
দম বন্ধ হয়ে আসছিল,
দৌড়ে পালিয়ে যাবার সময়
দেখলো কবিতা হারিয়ে গেছে
আলো শেষে রাতের অন্ধকার।
পথ চলে গেছে বহুদূর…
খুঁজে পাওয়া বড় দুষ্কর।