T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সংহিতা ভৌমিক

প্রত্যক্ষতা
কলম আজ স্তব্ধ, শব্দ আজ সংহত,
তবু প্রতি লেখায় দ্বিধাহীনচিত্তে-
উন্মোচিত হোক দৃষ্টিপ্রদীপ।
বিষধর সাপের থেকেও যে ওরা বিষাক্ত,
ওদের দংশন কোনো চিকিৎসায় সাড়ে না।
তীব্রতর প্রতিবাদ হোক প্রতিরাতে,প্রতিক্ষণে,
প্রতিবাদের কম্পে যেনো কেঁপে উঠে-
লুকিয়ে থাকা অপরাধীদের বুক।
স্বাধীনতার মাস হলেও উচ্ছ্বাসহীন ,
এ কোন পরাধীনতার অবহকাল।
প্রবঞ্চকের অনিষ্ট কার্যে পরিবৃত বর্তমান,
এখন তবে জাগ্রত হোক বিবেকবান।
কোনো দম্ভী স্তাবকতার আশ্রয় নয়,
সত্যের সন্ধানে আস্থা ফিরে পাক,
হারিয়ে যাওয়া মানবিক মূল্যবোধ।