T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় শংকর ব্রহ্ম

বিশ্ব কবিতা দিবসে
আজ বিশ্বকবিতা দিবসে,
কবিতাকে নিয়ে মাতামাতি হবে কিছুটা,
তারপরে সব ভুলে যাবে কথা তার,
এটাই দুঃখ, জানি আমি কবিতার।
জানি না কবিতা কবে যে
বুকের ভিতরে ফুল হয়ে ধীরে ফুটবে
কবে যে কবিতা বুলেটের মতো
সময়ের আগে ছুটবে?
কবিতা যে আজ হাঁপানি টানে ধুঁকছে
শিকারী কুকুর চারপাশে তার রক্তের ঘ্রাণ শুঁকছে,
যারা দেখি আজ মানব রক্ত চুষছে
সেই ক্রোধে বুঝি কবিতাও আজ ফুঁসছে!
বিশ্ব কবিতা দিবসে
কবিতা পারে কি রাখতে দুরাচারীদের বশে?