T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী

কবিতা তুমি
এই যে তুমি সেই কবে থেকে
আমার পাশে চুপটি করে বসে আছো,
সেই কবে থেকে আমার মন খারাপ
আগলে রেখেছো,
বৃষ্টি,সন্ধ্যা,শিমুল,শরৎ – সবকিছুতে
আমার গায়ে সুগন্ধির মতো মিশে
রয়েছো-
তাতে তুমি কি পেয়েছো,
কোনওদিন কি তার হিসাব করেছো কবিতা?
আমি তো তোমার সাথে বাঁচার,
তোমার কোলেই মৃত্যুর স্বপ্ন দেখি l
আমি শুনেছি তুমি,ঠিক
আমার মতোই ভালোবাসার কাঙাল-
যে যে ভালোবেসে তোমার সামনে এসেছে,
তুমি আজীবন তাকে তোমার ছায়ায় আশ্রয় দিয়েছো l
ভালোবাসার অস্তিত্বে প্রশ্ন উঠলেই,
তুমি কলমে কলমে বৃষ্টির মতো ঝরেছ,
যে মুখ ফুটে কোনওদিন কোনও
কথা বলতে পারেনি,সেও তোমায়
জড়িয়ে ঘুমিয়েছে কত কত রাত…
তুমি কখনো তোমার পাওনা হিসাব করেছো কবিতা ?
দক্ষিণের জানলা দিয়ে হুহু করে
ভীষণ হাওয়ায়,
ওলোট পালট হলো আমার ডাইরির পাতা-
আমি শুনতে পেলাম, কানে কানে তুমি
বলে গেলে –
ভালোবাসার কোনও হিসাব হয়না l
কবিতা- কোনওদিন হিসাব করতে শেখায় না…॥