|| ভাষাতে বাংলা, ভাসাতে বাংলা || সংখ্যায় সোমনাথ বেনিয়া
by
·
Published
· Updated
বাংলা
যা কিছু বলি সব ভাষার কৃপা, হৃদয়ের অনুরণন
ঠোঁট শব্দের লালচে অভিধান জিভের ভূমিকায়
বুলেটের যন্ত্রণা ইতিহাসের কান মোড়া পৃষ্ঠা
একুশ তন্দ্রাহীন রাজপথে, গলির মোড়ে কিংবা পুনশ্চে
নতজানু হলে শিরদাঁড়ায় ফোটে ফুলের স্তবক
প্রণামীর থালায় ভীষণ নৈবেদ্য স্মৃতিকথার রেণু
রক্তকণিকা বর্ণমালা, ব্রাউনিয়ন মোশানে অমৃত বাংলা
কাঁটাতার নিজস্ব বঞ্চনায় আত্মঘাতী ধূসর পালক
দুর্নিবার স্পন্দন মাটির শিরার ভিতরে
শব্দ নিশ্বাসে চঞ্চল, পেন্ডিং স্পর্শের সম্পর্করেখা ধরে …