সম্পাদকীয় কলম

আজ শ্রাবণে
শ্রাবণ মাস ঢুকে পড়েছে। বর্ষা কম বেশি আমাদের সকলেরই প্রিয়। টেক-টাচ-টকের জন্য আজ শ্রাবণের প্রথম এই সম্পাদকীয় লিখতে বসে একটি গানের কথা মনে পড়ে গেল।
“ছেলেটির নাম মেঘ
উড়ো উড়ো ডানাতে রোদ্দুর
মেয়েটির নাম বৃষ্টি
ঝিরি ঝিরি হাসিতে ভরপুর।”
গীতিকার – লীলাময় পাত্র, সুরকার – জয় সরকার এবং গান গেয়েছেন শ্রীকান্ত আচার্য।
গানের কথাগুলোতে এক ধরনের যাদুশক্তি আছে। ৪টি লাইনের মধ্যে দিয়ে ২টি চরিত্র কখনও কাল্পনিক হয়ে উঠছে আবার কখনও বাস্তবিক হয়ে উঠছে। এখানেই তো সৃষ্টির আসল আনন্দ। লীলাময় পাত্র তার এই গানের কথার মধ্যে দিয়ে দুটি চরিত্রের মিল এমনভাবে করেছে যেখানে বাস্তব এবং কল্পনার বিস্তর ফারাক থাকলেও কিন্তু কিছুতেই মনে হচ্ছে না যে বাস্তব এবং কল্পনা একই রেখাতে নেই। কবি-সাহিত্যকরা এইভাবেই সৃষ্টির রহস্যজালটা পাঠকদের সামনে তুলে ধরেন।
সাহিত্য zone। সাহিত্য একটি বিরাট মঞ্চ। এই মঞ্চ আসলে সারা বিশ্ব জুড়ে প্রতিটি প্রতিভার কেন্দ্রস্থল। টেক-টাচ-টক (TechTouchTalk) বৃহস্পতিবারের সেই মঞ্চটির নাম রেখেছে ‘সাহিত্য zone’। প্রত্যেক মানুষের নিজস্ব কিছু zone থাকে যেখানে গেলে সেই মানুষটি নিজেকে অনেকটা স্বাধীন এবং চিন্তামুক্ত মনে করে। ঠিক তেমনই সাহিত্যের একটি নিজস্ব zone আছে যেখানে সাহিত্যপ্রিয় মানুষরা তাদের সৃষ্টির ভাণ্ডার নিয়ে হাজির থাকে, আলোচনা করে এবং নিজেদেরকে আরও আরও সমৃদ্ধ করে। তাই এই সাহিত্য zone-টি সকলের জন্য যারা লিখতে এবং পড়তে ভালবাসে।
এই শ্রাবণে সকলের কলমে বৃষ্টির মতো অজস্র সৃষ্টির ধারা নামুক। সৃষ্টি এবং সাহিত্য সুন্দরভাবে এগিয়ে চলুক। সবাই ভালো থাকুক।
সবুজ বাসিন্দা