কবিতায় বলরুমে সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

অপেক্ষা আজ ক্লান্ত
আমি শুকতারা কে বলেছি
তুমি সারারাত ধরে জ্বলে
আমায় একটু আলো দেবে ,
আমার অভিমানী চাঁদ আমায় একলা রেখে কোথায় হারিয়ে গেছে
তুমি কেনো কাছে এসে বারবার চলে যাও রাই
আমি সীমাহীন প্রান্তরে তোমাকে খুঁজতে হারিয়ে যাই।
আমার নিগুঢ় ভালোবাসা গভীরতা
তোমার ঐ চোখদুটো সব উপমা হারায়
অপেক্ষা করেছি বেলা শেষে দিগন্ত জুড়ে পথ চেয়ে আসার আশায় ।
চেয়েছিলাম ক্লান্ত পথিক তৃষ্ণা মেটাতে শ্রাবণ বৃষ্টি ঝড়িয়ে
দখিনা সমীরণ হয়ে এলে না !
বসন্তের উন্মাদনার পলাশ ঝরা পাঁপড়ি উপর
রাঙা সাজে এলোকেশী হয়ে বসলে না।
রাই,পলাশের এখন বিদায় নেবার পালা এসে গেছে!
গোধূলী লগ্নে সময় আর অপেক্ষারা বড্ড বেশী ক্লান্ত হয়েছে।
নির্ঘুম অপলক চেয়ে থাকে ওই দূর চন্দ্রালোকে
তুলির আঁচড়ে গড়ে তুলেছি অনুপম সব্যসাচী নারী
আমার অনুভূতি অলসে, না হয় মুগ্ধতার বিবশে
ঐ অভিমানী চাঁদটা হারিয়ে যায় আমাকে অন্ধকারে একা রেখে ।
বাদুড় ঝোলা অমানিশার
অন্ধকারে ঝিঁঝিঁ দের আমন্ত্রণে
রাত কাটাবো সুখ যামিনী স্বপ্নে তোমার আঙিনাতে
বিভোর হয়ে তুমি কে সঙ্গে নিয়ে
বসন্তের পাগল হাওয়াতে।।
তাই শুকতারা কে বলেছি সারারাত ধরে জ্বলে থাকতে।