T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় সংঘমিত্রা ভট্টাচার্য

হৃদয়ের অতলান্তে
হৃদয়ের অতলান্তে খোঁজ নিলে কিছু কিছু মুহূর্তেরা উঠে আসে।
একদিন প্রেম এসেছিলো কোনো আতপ্ত দিনের অবকাশে।
দূর বনে বুনো পাতার গন্ধ ছড়িয়েছিলো বাতাসের গায়ে।
হৃদয়ের শূন্যতায় প্রত্যাশার দীর্ঘশ্বাস খেলা করে মুগ্ধতায়।
তবুও দেখা হবে কথা ছিল দীর্ঘ অঙ্গীকারে।
আকাঙ্খার ক্ষুধা শিকড়ে শিকড়ে রস শোষণে লিপ্ত।
জীবনের অস্পষ্ট আভাসে কোনো নামহীন আহত পথিকের মৌনতা কালের চিহ্ন রূপে প্রতিভাত হয়।
হয়তো জ্যোৎস্নার আলো মাখা কিশোরী রাত অসীম উল্লাসে প্রতীক্ষা করে।
প্রতীক্ষা করে জীবনের মোহনায়।
যেখানে প্রেম এসে মুক্তি পায় দুটি সত্তার উষ্ণ অভ্যর্থনায়।