অকস্মাৎ হিংস্র আক্রমণাত্নক আঘাতের ফলে অকাল মৃত্যুর কোলে মাথা রেখে, আঁচলের একটা কোণা দিয়ে চোখদুটো মুছতে মুছতে তুমি প্রতিশ্রুতি দিয়ে ব’লে গেলে যে তুমি শুধু অগাধ প্রেমের অশ্রুধারাকে প্রতিহত ক’রে আমাকে শান্ত করার জন্যই আমার কাছে আবার ফিরে আসবে।
তোমার ঐ প্রসংশনীয়, বহুচর্চিত, মনমুগ্ধকারী রূপের চৌম্বকত্বের প্রতি আকৃষ্ট হয়ে, প্রতিটি রাতের মতো, আজও রাতের অন্ধকারে মহাশশ্মানে তোমার উপস্থিতিকে উপভোগ করার জন্য সকাল থেকে আমি চাতক পাখির মতো অপেক্ষা করছি।
অবশেষে, কৌমুদীপতির আলোয় তোমার সৌন্দর্য্যের বাহারের আলোক প্রবাহ আমার শরীরের শিরায় শিরায় জাগিয়ে তুললো স্পর্শকাতরতা এবং রাতের অথিতি হয়ে তুমি আমায় কানে কানে বললে, “এসো! এসো আমার কাছে; চলো আমরা দুজনে মিলে ঐ অজানা দেশে আমাদের সুখের সংসারের খেলাঘর বাঁধি, যেখানে কেউ আমাকে তোমার কাছ থেকে পারবে না ছিনিয়ে নিতে; পারবে না কোনো আঘাত দিতে; থাকবে না কোনো অত্যাচার ভরা অসহনীয় মানবিক আচরণের ভয়; যেখানে শুধু পবিত্র প্রেমের আহুতি প্রজ্জ্বলিত হতে থাকবে নিরন্তর।