কবিতায় বলরুমে সরস্বতী বিশ্বাস
by
·
Published
· Updated
সম্পর্কের হিসেব
অতীত ভবিষ্যতের দোটানায়
ক্লান্ত লক্ষ লক্ষ নর-নারী,
সম্পর্কের মজবুত ভীতে
বর্তমানের কঠিন হিসেবখানি।
সমান ভাবনার সরলরেখা
সম্পর্কের মাঝে কেবলই জটিলতা।
বীজগণিতের সূত্র বেড়া,
ভুল বোঝা বুঝি গুলো বক্ররেখা।
জ্যামিতির বাঁধনে ছিন্নভিন্ন
সাম্যতার অগাধ ভালোবাসা।
সহজ হিসাবও ভুল হয়ে যায়
চিহ্ন সেই কেবলই কাঁটা।
জীবনের পথ বদলাচ্ছে কতশত তর্কে,
নাম না জানা অলীক সেই সম্পর্কে।
খাত-কলমে হিসেব হয় সব রোজ
গণিতের সূত্র যেন সমাধানেরই খোঁজ।