ক্যাফে কাব্যে শুভঙ্কর বিশ্বাস

অনুভূতিগুচ্ছ
যে কবিতা কোনোদিন লেখা হয়নি সে কবিতা আজ তোমায় দিলাম,
দিনশেষে হাজার কবিতা পেরিয়ে
যখন তোমার দরকার পড়বে একখানা নরম কবিতার,
তখন আমার এই কবিতা তোমায় আলতো স্পর্শ দেবে,
তোমায় ছুঁয়ে থেকে প্রহর গুনবে…..
কখন দিন থেকে রাত হয়,
রাত থেকে দিন,
আদরের সংজ্ঞায় যে শব্দ কোনোদিন আসেনি,
তাদের কে জড়ো করে তোমার মাথার কাছে রাখলাম
তুমি তাদের বিদ্ধ করবে বলে….