T3 শেষের কবিতায় সরস্বতী বিশ্বাস
by
·
Published
· Updated
অর্ধনারীশ্বর
শুনেছি তব হরগৌরীর কাহিনী-কথন,
বাস্তবে আজ তাদের অল্প লিখন।
হরগৌরী সেই দেবতাদের প্রতীক,
অর্ধনারীশ্বর সন্ধি করলে ঈশ্বর অন্তিম দিক।।
কেউ বা ডাক্তার, কেউ বা অধ্যাপিকা, কেউ বা লেখিকা,
লিঙ্গ ভেদে বিচার আমরাই করতে পারি তা।
কি বা আসে
নারী পুরুষ হলে,
পুরুষ নারী হলে,
যদি প্রেম জাগে
হরগৌরী দেখে ,
অর্ধনারীশ্বর কী বা ভেদ তবে।
আমাদেরও তো অনুভূতি আছে কেন বোঝনা তবে,
প্রকৃতির দেওয়া দান ফিরাই তবে কিভাবে ??
কখনও কী ভেবেছি মানুষ আমরা সবাই,
করছি সেই বিভেদ আমরাই ভাই।
আমি পুরুষ আমিই সেই নারী
কটুকথা শুনলে ত্রিশূল তুলতেও জানি।