T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শান্তনু ভট্টাচার্য

আমার দুর্গা

আমার দুর্গা আজ বিধ্বস্ত

মলিন সে
কঠিন বাস্তবের কশাঘাতে বেদনাবিধুর
মৃগনয়নী … মুখে শৈশব সারল্য,
অনাঘ্রাতা… অপাপবিদ্ধা
বর্ষনসিক্ত নির্বাক
চিরন্তনী দৃষ্টির ঢেউ বয়ে কতো কথা,

– শৃংখল! ভূলেছো নৈতিকতা… হঠাৎ বজ্রপাত
– মুহূর্তে স্তব্ধ…হতবাক , ক- ফোঁটা অশ্রুর ফলাফল
উপল খন্ডের সাথে হঠাৎ ধাক্কায় প্রতিহত,

নিমেষে এলোমেলো, আলিঙ্গনাবদ্ধ তপ্ত নিঃশ্বাস,
সিক্ত অধরপ্রান্ত

ছিন্ন জাগতিক সংস্কারের বেড়াজাল

ঝরে বৃষ্টি,
সহস্রধারায় স্বতঃ উল্লাসে,
স্নিগ্ধতায়
রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে মিলনেচ্ছুক মন্ডুক আর নিশাচর পাখিদের ডাক…
মেঘের আস্তরন বিদীর্ণ করার অসফল প্রাণপণ প্রয়াস তারাদের,

হাওয়ার শনশন … রিমঝম অঝোরধারে

চিরায়ত অনন্যা,
আজ বাহুডোরে ,
এক অনির্বচনীয় ঐশ্বরিক নির্ভরতায়
কোথায় বিধুরতা…
ফিরে পাওয়া সত্ত্বায়
আজ স্বমহিমায়
সলজ্জ,দৃপ্ত চোখে পরিতৃপ্তি মেখে সাবলীল যেন।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।