T3 || ঘুড়ি || সংখ্যায় শীতল বিশ্বাস

ঘুড়ি
হাঁটবার কোন প্রশ্ন নেই,তাই তো আমি উড়ি
বাতাসের বুকে সওয়ার হই বুকের ভেতর তরী
নামটি আমার কে রেখেছে”ঘুড়ি”
মাঞ্জা দেওয়া সুতোয় কাটাকুটির খেলা
এই বুড়োতে বুড়িয়ে যাওয়া, ফিরছে ছোটবেলা
বিশ্বকর্মা পূজোর দিনে কোথাও হয়তো মেলা
নীল আকাশে সূর্যপ্রদীপ একটু আধটু মেঘ
মেঘের রং-এ কালোর মিশেল বাড়াচ্ছে উদ্বেগ
লাট খাচ্ছে কোন ঘুড়ি কেউ বাড়াচ্ছে বেগ
এসব নানা কথার কথা ঘুড়ির মতো ওড়ে
স্মৃতির ডালি সেজে ওঠে কেবল থরেথরে
তবু মনখারাপের কাব্যি ডানায় সুবাস ওঠে ভর।