কবিতায় সংহিতা ভৌমিক

মেঘস্বর
কিছু কি শুনতে পেলে কলরব,
নাকি মিছে লাগে আছে যতো সব,
দলে দলে এসে ভিড় করেছে কালো,
থেকে থেকে ব্যাকুল বেগে ছুটে আসে আলো।
মনে হয় কেউ কোথাও নেই আর-
তাই বুঝি ঝরে পরে বাঁধাহীন অনিবার।
অপলক দৃষ্টিতে আছে কিছু ভাষা,
দ্বিধা দগ্ধ হৃদয়ে অধরা কিছু শীতল আশা।
স্তব্ধতায় ঢাকা নিখিল প্রাণে উম্মুক্ত ক্রন্দন,
বারি স্নিগ্ধ স্নানে তৃণ বক্ষে হরিৎ স্পন্দন।
অভিলাষে সেজে উঠে কিসের এতো আড়ম্বর,
শুধু শোনা যায় আকাশচারি আজ মেঘস্বর।