সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

ধারালো
ওষুধের অ্যালুমিনিয়াম স্ট্রিপগুলো ফেলোনা
কাঁচির ধার বাড়বে ঐ স্ট্রিপগুলো কাটলে
কিন্তু বক্সাইডের গন্ধ পাওয়া যাবে না
ধাতব অন্য অন্য বস্তুর জন্য দরকার
পাথর কিম্বা উখো
একটা প্রাকৃতিক অন্যটা প্রকৃতিজ
সময় লাগে
সময় দিতে হয়
এসব ধারালো করতে
কারণ অন্য কারোকে কাটতে গেলে
ধার লাগে যথেষ্ট
সাথে সক্ষমতা
মন কাটতে কিন্তু কয়েকটি কথাই যথেষ্ট—