|| বাপি লাহিড়ী স্মরণে || লিখেছেন শীতল বিশ্বাস

বাপী লাহিড়ীর স্মৃতির প্রতি
অলংকার আর মাথার মুকুট শিথান পাশে ছাড়ি
রইলো পড়ে সম্মাননা সবই সারি সারি
সুরের মানুষ সুরলোকে দিলেন এবার পাড়ি
আকাশ কাঁদে মেঘের ডানায় চললেন উনি বাড়ি
সুরের ঘোরে রেখেছিলেন মানুষ আপামর
জীবন পারে সেই সেখানে আছেন পরস্পর
মুখোপাধ্যায় সন্ধ্যা এবং লতা মঙ্গেশকর
লতা-সন্ধ্যা সেজে আছেন পরে গরদের শাড়ি
হাসি মুখে আসছেন ঐ বাপ্পী লাহিড়ী