সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

ঝড়ের কথা
কুরে বের করেছি অন্তর্লীন
মালাই এখন শাঁসহীন
রবিঠাকুর প্যান্ডেল ভরে গাইছেন
মূর্চ্ছনা মিশে গেছে
কুয়াশার ধূসরে
মোরামের রক্তপাতের কারণেই —
রাস্তা করুণা ভিক্ষা করে।
ভুল করে জীবনের সূঁচে
ঠিক সুতো কেউই পরাতে
পারে না—
পরাতে পারলে আকাশ সাগরের
কিংবা নীল তারার সাথে কথা বলতে
বাতাসের ঝড় হতে নয়
সমীরণ নামেই পরিচিতি হতো ।