|| সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণে || লিখেছেন শীতল বিশ্বাস

সন্ধ্যা মুখোপাধ্যায় স্মরণে
যাওয়ার আগে যাবার কথা বলা
রাতের আগে সন্ধ্যার পথ চলা
চলতে চলতে অনেক তারার ভীড়
আকাশ নদীর গঙ্গার সেই তীর
সুরের হাওয়ায় দুলে উঠছে মন
সেই মন যে আজকে উচাটন
একটি দুটি তারার আলোর পথে
ঐ চলেছেন ঐ যে তিনি হেঁটে
ত্রিলোক জুড়ে সুরের সরগমে
আজকে তিনি মিশে যাচ্ছেন সমে
চলে যাচ্ছেন সবাইকারই মতো
সরস্বতীর বীণায় জমে একটি দুটি ক্ষত