কাব্যানুশীলনে সুলেখা বিশ্বাস

তবুও নীরব
আমি মনের মধ্যে আঁকি বন,
আর সঙ্গে জেগে ওঠে সবুজ পাতার অ্যালবাম।
প্রাচীন দুচোখে শুধুই বিজয়ী হওয়ার স্বপ্ন
মাঝখানে বয়ে চলেছে নীল জলের ধারা ,
গভীর সন্ধ্যায় পৌঁছে গেলাম বাগবাজার ঘাটে,
উড়ন্ত মেঘের মনে নেমে আসলো হঠাৎ করে প্রেম ,
যা দ্রাঘিমা বরাবর ছুঁয়ে যায়।
আজ যেন চেনা শরীর জ্যোৎস্নার আসরে ডুব দিতে চাই,
যদিও নিরুদ্দেশ ছিল এতকাল!
কিন্তু তবুও নীরব রয়েছে শহরের নগ্ন পথ।
হয়তো ভেবেছে আততায়ীর বিধ্বংসী শব্দ কখন কেড়ে নেবে আদুরে হাওয়া
অথবা চেনা সিগন্যাল থেকে আসবে ভেসে বিদায় বার্তা।