কবিতায় সুদীপ ব্যানার্জী

হয়তো তখন
পাতা বাড়াবার জন্য আমি আর ঝরি না… এ শীতের দেশে চান করে করে বরফের সাধনা আমার না… টুকরো যে চকে ধোঁয়াওড়া চা কামড়ায় জিভ, আর আলপনা মেখে গীত হয়ে যায় সব সন্ধের পাঁজরা — আমি সে খাঁচার একটি পাখিও না…
আরও ছবি পায়, আরও ধ্যান পায়, পায় না – পাবে না – হয় না – হবে না —- থেমে এলে বসি তারই পাশে, দোলনায় …
হয়তো তখন ভাত খাও তুমি সামান্য বাজারে…
হয়তো তখন গম বিলি হয় এপারে ওপারে …