কবিতায় বলরুমে সরস্বতী বিশ্বাস

বৃষ্টি আসার আগে
শুকনো মুখখানি গাম্ভীর্যে পরিপূর্ণ,
হাতে সময় খুব কম।
কখন পথ হারিয়ে যাবে ঠিকানাহীন রাস্তায়।
ঘন মেঘ অন্ধকারাছন্ন অবস্থায় বিরাজিত,
ডেকো না আমায়,পথ ভুলে যাবো আবার।
নিস্তেজ শরীর থমকে যাবে আবার,
ডেকো না আমায়।
পথভোলা পথিক উবু হয়ে বসে দিনগোনে গোপনে,
আকাশের হাজার তারার ভীড়ে
ছন্দ পতন হবে নীরব কফিনে।
যেতেই হবে বৃষ্টি আসার আগে
যদি পারো তো এখনই রুখে দাঁড়াও,
থেকে যাবো অনন্তকাল।
মনে রেখো,বৃষ্টি আসার আগেই…