|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সুমালিকা ভট্টাচার্য্য

আলো- আঁধার
বন্ধ দরজার বাইরে থেকেই বৌদির চিৎকার শুনে, বেশ ভয় পেয়ে গেল রমা। আবার কি হল! এখন প্রায় সকাল আটটা বাজে,
মেয়েকে নিয়ে তো দাদাবাবু স্কুলে চলে যাওয়ার কথা, তারপর ওখান থেকেই তো অফিস চলে যান, বাড়িতে এই সময় বৌদি একাই থাকেন। তবে কি রমার উপর রাগ করেছে! আজ একটু দেরী হয়ে গেল যে! হঠাৎ দরজা খোলার শব্দে চমকে দেখে বৌদি, চোখে জল নিয়ে দাঁড়িয়ে। না! ওকে কিছু না বলেই ভিতর ঘরে চলে গেল।
ওহ! চিৎকারের কারনটা বুঝে, রমা হাসবে না কাঁদবে, বুঝতে পারছিল না।
এমনিতে, বেবি আর দাদা বাবু বেরিয়ে যাওয়ার পর থেকেই সব সময় টিভি চলে, সারাদিন। সব চাইতে প্রিয় সিরিয়ালের চরিত্রের মেয়েটি হাত কেটে ফেলে আজ!
সকালে ঘরের কাজ করতে গিয়ে হাত কেটে গেছে রমার, অনেক টা রক্ত পড়ছিল। ওই জন্যই আজ খানিকটা দেরী হয়ে গেল!
বৌদি কাঁদছে টিভির পর্দায় নায়িকার জন্য,
নিজের হাতের দিকে তাকিয়ে হাসিমুখে বাস্তবের
নায়িকা ব্যস্ত হয়ে পড়লো কাজে!