|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সায়নী ব্যানার্জী
by
·
Published
· Updated
প্রাপ্তি
শহরের থেকে কিছু দূরে হৃদয়পুর গ্রাম l সেখানে প্রতি বছর মল্লিক বাড়িতে পয়লা বৈশাখ খুব ধুমধাম করে পালন করা হয় l এই বছর বাড়ির মুখ্য কর্তা বিহারীনাথ মল্লিক বাবু অসুস্থ থাকার কারণে জাঁকজমক কিঞ্চিৎ কম করেই সব আয়োজন করা হয়েছে l বাইপাস সার্জারি করে কিছুদিন হলো তিনি বাড়ি ফিরেছেন l তবে, অন্য বছরের মতো এবারেও গ্রামের অনাথাশ্রমে বাচ্ছাদের নতুন জামা, দুপুরে আহারের আয়োজন করা হয়েছে l সেখানে কোনো খামতি থাকুক তা বিহারিনাথ বাবু একেবারেই চান নি l কথা মতো পয়লা বৈশাখের দিন সকালে বাড়ির সবাই মিলে উপস্থিত হলেন অনাথাশ্রমে l সেখানে পৌছে ডাক্তার অম্বরিশ পাল কে দেখে খুব অবাক হয়ে যান বিহারীনাথ বাবু l
– আপনি এখানে ?
পায়ে হাত দিয়ে প্রথম দিন হসপিটালে প্রণাম করার মতো এদিন ও প্রণাম করে জানান,গত বছর বিদেশ থেকে পড়া শেষ করে শিকড়ের টানেই তার দেশে ফেরা l এই অনাথ আশ্রম ই তো তার ঠিকানা l
– ছোট থেকে প্রতি বছর আপনার থেকে পাওয়া নতুন জামায় আমার নববর্ষ কেটেছে l তারপর স্কুল পাশ করে কলকাতা তারপর বিদেশ l কিন্তু হসপিটালে আমি আপনাকে চিনতে পেরেছিলাম l যে ভালোবাসা আপনি ও আপনার পরিবার এতদিন আমায় দিয়েছেন , আজও দিয়ে চলেছেন তার ঋণ কখনো শোধ করার নয় l পাশে দাঁড়ালাম মাত্র l
কথা গুলো শুনে চোখ ভিজে যায় বিহারীনাথ বাবুর l বুকের কাছে টেনে নিয়ে পিঠ চাপড়ে বলেন, – পৃথিবীতে তোমার মতো মানুষের জন্যই মাটির টান , মনের টান , আজও কথা বলে l কোথাও হয়তো সব কিছুর হিসাব লেখা থাকে তাই প্রতি টা বছর, ‘নববর্ষ’ – এর হাত ধরে নতুন স্বপ্ন দেখা শুরু করে l নতুন করে আবার পথ চলা l
আজ ঠিক তেমন ই একটি দিন l
এই আশ্রম আজ থেকে তার নতুন অভিভাবককে পেলো – ডাক্তার অম্বরিশ পাল l