|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সমাজ বসু

মিশন পয়লা বৈশাখ
পয়লা বৈশাখ মানে পল্টু দা। কিংবা পল্টু দা মানেই পয়লা বৈশাখ। তার আর কোন দ্বিতীয় পরিচয় নেই। বছরে এই একটা দিন তাঁকে দেখা যায়। সকাল থেকে রাত অবধি।
সকাল নটা। শুরু হয় পল্টুদার মিশন পয়লা বৈশাখ। মাত্র তিনঘন্টার হানা। তার ঢাউস মার্কা ব্যাগে আর জায়গা নেই। পঁয়ত্রিশটা খাবারের প্যাকেট,তার দুএকটা কম ক্যালেন্ডার। মুখে বিজয়ীর হাসি। বিকেল থেকে রাত পড়েই আছে।
এলাকা জুড়ে তাঁকে নিয়ে রঙ্গরসিকতা। ব্যাঙ্গবিদ্রুপ,গালাগালি এমনকি সন্দেহও বাদ নেই। একা মানুষ, একমাসের খাবার মজুদ। কিন্তু ক্যালেন্ডার?
পরদিন সকালে ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই আমাদের মুখে ঝামা ঘষে দেয় পল্টু দা। তাঁর দরজার সামনে অনাথ, অসহায় শিশুর ভিড়। কিসের প্রতিবাদ? প্রতিবাদ নয়। ত্রাণকার্য চলছে। পল্টুদার সামনে ওরা হাত পেতে দাঁড়িয়ে। আর প্রত্যেকের হাতে পল্টু দা তুলে দিচ্ছেন খাবারের প্যাকেট ও ক্যালেন্ডার।
বিষ্ময়ে আর আবেগে আমি টলতে লাগলাম। টলতে টলতে তাঁর চাতালে পৌঁছে গেলাম। ততক্ষনে ঘরটা মন্দির হয়ে গেছে। আমি হাঁটু মুড়ে বসি। প্রণাম করি মানুষটাকে।