একদিন একটি গাধা বনের মধ্যদিয়ে ধোপার মোট বহন করে বাড়ি ফিরছিল।একটি শেয়ালের সঙ্গে তার দেখা।শেয়াল তাকে দেখে উপহাস করে বলল,তুই চিরকাল গাধাই রয়ে গেলি।
মানুষের সঙ্গে মিশেও, মানুষ হতে পারলি না একটুও।
গাধা বলল, কেন?
শিয়াল বলল,কেন আবার কি?
বল তো আকাশের রঙ কি?
গাধা শুনে নিশ্চিন্ত স্বরে বললো… কেন,আকাশ কালো!
শিয়াল বললো… না, আকাশ নীল।
গাধা বলল আবার, না আকাশ কালো।
দু’জনের মধ্যে বিতর্ক চরমে উঠলো,
তখন তারা বিচারের জন্য বনের রাজা সিংহের কাছে গেলো।সিংহ সব শুনে, গাধাকে বলল,যা তুই বাড়ি চলে যা। তারপর শিয়ালকে ঠাস করে এক চড় কসালো।শেয়াল চড় খেয়ে প্রথমটায় হতভম্ব হয়ে গেল।
তারপর একটু ধাতস্ত হয়ে শিয়াল,
সিংহকে প্রশ্ন করলো…. এটা কি ন্যায়বিচার হলো প্রভু? আকাশ কি নীল নয়?
সিংহ উত্তর দিলো,আকাশ অবশ্যই নীল। কিন্তু আমি তোকে শাস্তি দিয়েছি,
কারণ তুই গাধার সাথে তর্ক করেছিস বলে।
তুই তো জানিস ও গাধা,
তবু তুই কেন ওর সঙ্গে তর্কে মেতেছিলি?
শিয়াল এবার নিজের ভুল বুঝতে পেরে,
মাথা নীচু করে বনের মধ্যে পালিয়ে গেল।