কবিতায় বলরুমে সুব্রত ভট্টাচার্য্য

আজ তুমি নেই
কষ্ট দেখে জিজ্ঞেস করলাম, হাসপাতালে যাবে?
মৃদুস্বরে বললে, না..! চোখ খুললে আস্তে নীরবে।
ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হাসলে কাল, রাত্রিবেলা।
হৃদয়দ্বার ভেঙ্গে তুমি চলে গেলে আজ, সকালবেলা।
কিছুই বললে না, শুধ দেখেই গেলে আমায়।
ছিঁড়ে গেল মনের তার অসহনীয় হতাশায়।
হাসপাতালে কেন যে গেলে না, সেটা বুঝলাম এবারে।
ডাক যে এসেছিল তোমার! যেতে হবে ওপারে।
থাকতে তুমি ভাবিনি আমি থাকতে হবে একা।
মাথার উপর ছাদটা ভেঙ্গে হৃদয় হলো ফাঁকা।
মনে হচ্ছে, সেবার ত্রুটি হয়তো রয়েই গেল কোথাও।
হটাৎ করে আমায় ছেড়ে হলে যে তুমি উধাও।
পরজন্মে তুমিই যে আবার হবে আমার মা।
কানে কানে বলল আমায়, জগতজননী উমা।
কিন্তু! বাঁধভাঙা অশ্রুধারায় এখন যে আমি বড়োই ক্লান্ত!
মা…! আজ আর তুমি নেই, কে করবে বলো, আমায় শান্ত।