কবিতায় সংহিতা ভৌমিক

স্বপ্নের স্বাধীনতা
চেতনার করাঘাত যখন আঘাত হানে স্বপ্নে,
দীপ্ত আলো প্রখর দৃষ্টিতে স্বাধীনতার উন্মেষে।
নীরব যুক্তি অচল কোথাও শুধু প্রতীক্ষার পদশব্দ,
অগোছালো তোলপাড় মন আজ জগৎ হতে জব্দ।
ছবির মতো কেবল ভাসে স্বদেশ আমার গর্ব,
শিরায় শিরায় স্লোগান, শূন্য ভালোবাসার স্বর্গ।
বিস্ময়ের অট্টহাসি হাসে কেবল সংগ্রামের ইতিহাস,
অজস্র মানুষের ভিড়ে দাঁড়িয়ে চেনা মুখের উপহাস।
শঙ্কা জড়ানো কম্পিত হৃদয়বিদারক অধীনতা,
ক্ষুধিত বাসনা কেবল খোঁজে স্বপ্ন সুখের স্বাধীনতা।