T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় সুমালিকা ভট্টাচার্য্য

উষ্ণতার খোঁজে

তুমি কি দেখতে পাও,
রাশি রাশি খেজুর গাছে,
কলসী বাঁধা ঐ যে দূরে?
আর, মেঠো পথে ,
ঘন কুয়াশার চাদর সরিয়ে,
ঐ যে কারা
হেঁটে গেল, হাঁক পেড়ে !!
পরিযায়ী পাখিরা, ঠিক তখনই,
উষ্ণতার জন্য আশ্রয় খোঁজে!
কতো শত চরিত্ররা আছে ছড়িয়ে চারিপাশে ,
যাদের জীবন গল্প হয়ে উঠবে, অবশেষে!!
কতো গান, গল্প, কবিতা, উপন্যাস ,
আজ ও লেখা হয়ে থাকে,
তাদেররই জীবন আদর্শে!
যতদূর চোখ যায় ,
তার চাইতে ও বহুদূরে,
ইট, কাঠ, পাথরের জঙ্গল পেরিয়ে,
পৌঁছে যায় মন,
মেঠো সুরের তালে তালে।
বিশ্ব যখন মেতে ওঠে ,
বর্ষ বরনের উৎসবে,
তখন ও সূর্য ওঠার আগে
শুণ্য হাড়ি ভরার আশায় থাকে কেউ দূরে!
শীতের চাদর জরিয়ে গায়ে।
জীবন যুদ্ধের খেলায় ব্যস্ত ,
বাস্তবের সব চরিত্রের কাছে যখন,
মনের কথা ব্রাত্য!
তখন, হিমেল পরশের পরে,
গল্পের সব চরিত্রের হাত ধরে,
উষ্ণতা খুঁজে, আবেগী মন ,
ধীরে ধীরে গড়ে তোলে,
ভালোবাসার স্থাপত্য!!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।