হৈচৈ কবিতায় সান্ত্বনা ব্যানার্জী

পাখিদের কথাকলি
টুনটুনি ও টুনটুনি তোর বেগুন গাছে বাসা!
ছুঁচসুতো তুই কোথায় যে পাস বাসা বুনিস খাসা।
ছোট্ট ঠোঁটে মধু যে খাস ঘুরিস ফুলে ফুলে,
একটুখানি লেজটি নেড়ে বসিস গাছের ডালে।
বড্ডো ছোটো বলেই তোকে অনেক ভালোবাসি,
চটপটে তোর স্বভাব দেখে নিজের মনেই হাসি।
সবুজ সবুজ টিয়াপাখি,ঠোঁট দুটি তার লাল,
খেতে দেবো টুকটুকে ফল,গমদানা আর চাল।
মাছরাঙাটা বড্ডো পেটুক খায় সে ধরে মাছ,
জলের ধারে থাকে বসে গাছের ডালে বাস।
কোকিল ডাকে কুহু কুহু, কাক ডাকে কা কা ,
নোংরা যত খুটে খেয়ে পথটি করে সাফা!
মৌটুসি টা লম্বা ঠোঁটে ফুলের মধু খায়,
দেখলে আমায় ঘাড় ঘুরিয়ে পিটিসপিটিস চায়।
দুপুরবেলা ওদের আমি জানলা দিয়ে দেখি,
খাতার পাতায় রঙ তুলিতে সে সব ছবি আঁকি।