রাই সিরিজের কবিতায় সুব্রত ভট্টাচার্য (ঋক তান)

যোগ বিয়োগ
আমার যাবতীয় নিঃসঙ্গতা রেখেছিলাম
যে ঘরে,সে ঘর কোনও অচেনা ঝড়ে
ধসে গেছে।
এখন তুমি মুক্ত বাতাসে হাত মেলে নিঃশ্বাস নিতে চাইছো–
আমি ঘোরলাগা চোখে পথ হারিয়েছি কবেই
প্রেম,পৃথিবী এমনকি এতো বছরের
জমানো স্মৃতি থেকে…
নিঝুম বৃষ্টিরা যেমন প্রকাশ্যে কাঁদে
আকাশ,মাটি ও সবুজ পাতা ভিজে–
আমি তেমনি কাঁদছি না।একটুও না,
মোটেও না,একদমই না।
অথচ এই বৃহৎ আয়ু-পরমায়ু
কেমন দ্রুততর গতিতে ক্ষীণ হয়ে আসছে।
যোগ – বিয়োগের হিসাব মেলাতে গিয়ে
ভাবনার অতলে খুঁজি শুধু
প্রণয়ের ওই মুখ
একেই বুঝি ভালোবাসা বলে!
মনে হয় যা কিছু সত্য, যা কিছু ছিলো
জোনাকির আঁধারে ডুবেছি কতো শত
চোরা বালির পথে , আলেয়ার সুনিপুণ ফাঁদে
কালবৈশাখী এসে
সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে
দূরে..বহুদূরে