ক্যাফে কাব্যে শীতল বিশ্বাস

বর্ষা
বর্ষা হাসছে আনখশির আকাশ বাতাস জুড়ে
বর্ষা হাসছে আলুলায়িত চুলে,
বর্ষা মেলেছে তার দুটি হাত আভূমি থেকে দূরে
বর্ষা এখানে রয়ে গেছে পথ ভুলে
বর্ষা থাকুক্ এখানে দুইটি মাস
বর্ষাশিসে আকাশে চরুক মেঘ
বর্ষার জলে জমে যাক্ ধান চাষ
বর্ষাধারায় কেটে যাবে উদ্বেগ
বর্ষা হাসুক্ আকাশে বিজুরী রেখা
বর্ষায় হোক্ আবারো মোদের দেখা