মার্গে অনন্য সম্মান সর্বদমন বোস (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৬
বিষয় – মূল্যবৃদ্ধি
মূল্যবৃদ্ধি
এক অসহনীয় অবস্থা দেশজুড়ে
জীবন অশান্ত নানা অসুবিধা সামনে করে
নিষ্কৃতি পাওয়া মুশকিল আন্তর্জাতিকতা বাদে ব্যবসায়ী বুদ্ধি কাজ করে সর্ব বাদ বিবাদে।
মূল্য বৃদ্ধি ঘটে খনিজ সম্পদ ভিত্তি থাকে–
আমদানি করে শাসক,বৃদ্ধি করে আরো কর বসিয়ে, খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা নাগালের বাইরে–
অন্যায় অবিচার নির্যাতন বাড়ছে থরে থরে।
বাড়ছেনা মূল্যবোধ যেখানে প্রয়োজন সেখানেই– নারীর সম্মান ক্ষুন্ন হয়, বারেনা মান,
লোভের পরিসীমা লংঘন করে, বৃদ্ধি ঘটে– হিংসা-বিদ্বেষ যত ভগ্নের কারণ– সততার হ্রাসে।
বাড়ানো চাই মূল্য মান-সম্মানের
প্রীতি ভালোবাসা সমাজ বন্ধনের টান
মূল্যবৃদ্ধি ঘটুক সহবস্থানের,
জীবনধারণের সামগ্রীর মূল্যবৃদ্ধি, কারণ ধ্বংসের ।