সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

সাড়ে তিন হাত
তোমার জন্য এই শহরের রাস্তা অলি গলি
তোমার জন্য ছুঁড়ে দিয়েছি শব্দ ভেদি বান
সময় ধারায় বাইছি খেয়া জন্ম অফুরান
খোল নলচে বদলে দেব পরবো চোখে ঠুলি
হুতাশ করে স্তব্ধতায় মেঘের ডানা খুঁটে
ফুলের পরাগ মেখে মেখে রামধনু রং ফোটে
মেঘের সাথে মেঘের দেখা হলে
সমস্বরে আকাশ প্রদীপ জ্বলে
তখন আকাশ কাহার অভিমানে
কান্না কাটি মৃত্তিকারই টানে
মৃত্তিকাতো সবাইকারই মাটি
সবার জন্য সাড়ে তিন হাত মাপটি শুধু খাঁটি।