কবিতায় সংহিতা ভৌমিক

থেকে যাস
বড়ো ইচ্ছে করছে থেকে যেতে-
এমন করে তো কেউ বলে নি,
বড়ো ইচ্ছে করছে থেকে যেতে-
এমন করে তো কেউ রাখতে চায় নি
তুই থাকবি?
না।
পারবি থাকতে?
না।
প্লিজ থেকে যা….
খুব ইচ্ছে করছে বলতে হ্যাঁ-
তবু না থাকার অনেক কারণ,
একদিন মনে হয়েছিলো চলে যাওয়াটাই সহজ,
আজ যাওয়ার পথটাই কঠিন লাগছে।
বড়ো স্বার্থপর আমি আজ-
ভাবছি কেবল আমারটাই।