দিব্যি কাব্যিতে সুব্রত ভট্টাচার্য্য

খরার আক্রমণ
প্রখর জ্যোতিষ্কের তপ্ত ক্লিষ্ট কিরণ।
ভূপৃষ্ঠের বুকে ক্ষতবিক্ষত চিরের দহন।
নৈরাশ্যজনক অন্তর্দাহের আর্তনাদ রোদন।
ঐন্দ্রিয়িক চেতনার অস্থিরতা আতঙ্কের জালে।
দগদগানির অগ্নিশিখায় চিত্তরঞ্জন জ্বলে।
অনাহার করে অসহনীয় আঘাত উদরে।
দিবারাত্রি মনোমাঝে উৎকন্ঠা যে বাড়ে।
অন্তর্ঘাতে নমিত নয়ন, নিদ্রা হয়েছে হরণ !
ব্যাকুলতার পরিসীমায় ক্রন্দনের উন্নয়ন !
জীবনের উপকূলে মঞ্চস্থ মৃত্যুঝড়ের মাতন।