ক্যাফে কাব্যে শীতল বিশ্বাস

ব্যাকরণ
অনুপ্রাস যমক অলঙ্কার বিধি
ইত্যাদি প্রভৃতি নিয়ে আমরা
পড়াশোনা পরীক্ষা করি
যতদিন ইচ্ছে
কারক প্রত্যয়ও কম যায় না
মুখস্থ করি , লিখি, তর্কেও থাকি
সত্যিকারের প্রয়োগে
মানবতার, সভ্যতার
ব্যাকরণ শিখিনা
জানিও না
মা
মা অপেক্ষায় আছেন
প্রত্যেক মা-র মতো
ছেলে ফেরেনি
প্রতীক্ষার প্রহরও হার মানে
তার কাছে–
এমনি ভাবে সন্তানেরা হারিয়ে যায়
মা-রা অপেক্ষায় থাকেন
বাতাস দীর্ঘশ্বাস ছাড়ে
প্রকৃতি উতলা হয়
সন্তান ফেরেনা
সব সন্তান ফিরলে প্রত্যেক মা
জননী আখ্যা পেতেন
আর এই দেশ স্বর্ণময়
হয়ে যেতো