কবিতায় শান্তনু ভট্টাচার্য

আমি ও আমার আমন্ত্রণ
ঝরে যাওয়া পাতার অনুষঙ্গে
প্রবাসী অরণ্য ডাকে– আয়
তুহিন চাদরে মোড়া নদীও
বিরহ ব্যথার আলাপি সঙ্গীতে ডাকে –আয়
সমস্ত আমন্ত্রণই আমায় অভিমানী করে তোলে
রাত পাহারায় চাঁদ বেঁধে রাখে আষ্টপৃষ্ঠে।
তবুও মোহময়ী জোছনার ফাঁক গলে
কখনো কখনো ঝরে যেতে হয়
বৃষ্টির মতো-
শীতের শিশিরের মতো-
ভোরের পাখির গানের মতো-
অচেনা অজানা কোনো ঊষর ভূমিতে…