T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সমাজ বসু by · Published May 9, 2021 · Updated May 9, 2021 অন্তর্ধান এই সেদিন আটপৌরে মঞ্চে আলোয় ভেসেছিল— বজ্রসেন শ্যামা উত্তীয় এবং অনেক সুর ভালবাসা আর বিরহ। ক্রমশ তারাদের চোখে ঘুম নামতেই— তারা হারিয়ে গেল। তারপর অনেক বেচাকেনা, কিংবা লেনাদেনা— দেশ দেশান্তরে কোথাও খুঁজে পাইনি— আটপৌরে মঞ্চের সন্ধ্যায় সুবর্ণদ্বীপের সেই ইন্দ্রমণি-হার। বড় নিঃস্বতা গেয়ে যায়— এসো,এসো, এসো প্রিয়ে, মরণলোক হতে নূতন প্রাণ নিয়ে…… ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 গল্পেরা জোনাকি তে রীতা পাল (ছোট গল্প সিরিজ) July 25, 2022 by TechTouchTalk Admin · Published July 25, 2022