সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

কথা বলি,এসো
এসো এসো এসো বসো এই দূর্বাদলের জাজিমে
প্রতিপদের রাত্রে যখন মেঘের ফানুস ওড়ে
অন্য কোথাও অন্য কোনখানে যখন মনের ডানা পোড়ে
আকাশ বোনে তারার সুতোর মালা নিজেরই লাজিমে
বুনেছো কিংবা বুনছো দুখের তার বাজছে রাগ বেহাগ
ইতিহাসের পৃষ্ঠা পুড়ে দেয় মনুষ্যত্বের চিরাগ
মানের সাথে হুঁশের কতো মিল খুঁজতে জীবনভর
মেঘের সাথে আকাশের মিলেমিশে থাকা তফাৎ যে সুদূর
মালঞ্চে ফুল ফুটছে যখন দেদার বাস ভরে যায় সু-এ
বলয় তখন গ্রাস করে নেয় সবই অন্ধকূপের কালোয়